Translate

Tuesday, August 23, 2016

GET LOST

।। জিতেশ ভট্টাচার্য ।।


দুধকলা দিয়ে পোষা গরল আঁতেল
ন্যাড়াকে পাঠায় তারা আনিবারে বেল
মাতার অঙ্গছেদ, আজাদির পিণ্ডি
চটকায় অবিরাম ভাজে শুধু ভিণ্ডি
লোকে দেয় ধিক্কার এই হেন শিক্ষার
মুণ্ডপতন তরে চাই নব দীক্ষার
আলোকে দেশের প্রেম মাতার পূজন
সমূলে নষ্ট করো প্রেতের ভোজন
ভঙ্গ দেশের বুকে পিশাচের নর্ত্তন
আর নয় কোনোরূপ তৈলের মর্দন
দূরে ভাগো বেইমান, আজই হও get lost
পনেরো-আগস্ট বুকে থাক at any cost !!

No comments:

Post a Comment