।।শমীক চৌধুরী ।।
অউ ঠিক আসে
ঐসে আইসে।
অল্প অল্প দেখা যার
ধুরো আবার গেসে গি -
আরো থুরা বামে
না বে থুরা ডাইনে মুড়া
অখনো করের ঝির ঝিরি
অরুয়ার বাস্কোত কুনতা আর না
আরেকটু মুরাই দে এন্টিনা।
এমন সময় চললা হওয়া
এন্টিনা বাবাজি এ লইলা কাঁপা
এমন করের ঝির ঝিরি
অরুয়ার বাস্কোত কুনতা আর না
আরেকটু মুরাই দে এন্টিনা।
বাঁশর আগাত তার দি বান্ধা
ডাইনে বাউয়ে দেওয়া টানা
তেও লড়অইন হওয়ার লগে
জেবায় খুশি দিগ বদলে
আর করে খালি ঝির ঝিরি
অরুয়ার বাস্কো ত কুনতা আর না
আরেকটু মুড়াই দে এন্টিনা।
ঝড় দিলে বেশি জোরে
তলে দি যাইতে ডর করে
খিজানি ঘাড় ও ভাঙ্গি পড়ে
মুলি বাঁশ অর নাই ভরসা
শক্ত করি বান্ধা নি বা
অউ তোমার এন্টিনা ?
হকলে মিলি বই রইসি
দেখাত বইসলাম 'ঢাকায় থাকি '
করিয়া যার ঝির ঝিরি
অরুয়ার বাস্কো ত কুনতা আর না
হায় রে আমার এন্টিনা !!
বাইরে গিয়া ধরি বই থাওউক
যতক্ষণে না কমে ঝিরঝিরি
দেখা যায় মাইনসের মুখ
কথা বার্তা সুখ আর দুখ
দেখতে লাগবো 'ঢাকায় থাকি '
দে রে মুড়া আরেকবার ডাইনে-বামে
জাগাত আউক এন্টিনা।
( আজ অনেকদিন পর একসময় আমাদের নিত্য সঙ্গী অনেক পুরনো এক জীর্ণ এন্টিনা দাদা কে দেখলাম রদ্দির দোকানে বিক্রি হচ্ছেন। ..তাই উনার সম্মানে। ...চির শান্তি তে থেকো তুমি এন্টিনা দা ...এখন বুস্টারদা কে খুঁজবো )
অউ ঠিক আসে
ঐসে আইসে।
অল্প অল্প দেখা যার
ধুরো আবার গেসে গি -
আরো থুরা বামে
না বে থুরা ডাইনে মুড়া
অখনো করের ঝির ঝিরি
অরুয়ার বাস্কোত কুনতা আর না
আরেকটু মুরাই দে এন্টিনা।
এমন সময় চললা হওয়া
এন্টিনা বাবাজি এ লইলা কাঁপা
এমন করের ঝির ঝিরি
অরুয়ার বাস্কোত কুনতা আর না
আরেকটু মুরাই দে এন্টিনা।
বাঁশর আগাত তার দি বান্ধা
ডাইনে বাউয়ে দেওয়া টানা
তেও লড়অইন হওয়ার লগে
জেবায় খুশি দিগ বদলে
আর করে খালি ঝির ঝিরি
অরুয়ার বাস্কো ত কুনতা আর না
আরেকটু মুড়াই দে এন্টিনা।
ঝড় দিলে বেশি জোরে
তলে দি যাইতে ডর করে
খিজানি ঘাড় ও ভাঙ্গি পড়ে
মুলি বাঁশ অর নাই ভরসা
শক্ত করি বান্ধা নি বা
অউ তোমার এন্টিনা ?
হকলে মিলি বই রইসি
দেখাত বইসলাম 'ঢাকায় থাকি '
করিয়া যার ঝির ঝিরি
অরুয়ার বাস্কো ত কুনতা আর না
হায় রে আমার এন্টিনা !!
বাইরে গিয়া ধরি বই থাওউক
যতক্ষণে না কমে ঝিরঝিরি
দেখা যায় মাইনসের মুখ
কথা বার্তা সুখ আর দুখ
দেখতে লাগবো 'ঢাকায় থাকি '
দে রে মুড়া আরেকবার ডাইনে-বামে
জাগাত আউক এন্টিনা।
( আজ অনেকদিন পর একসময় আমাদের নিত্য সঙ্গী অনেক পুরনো এক জীর্ণ এন্টিনা দাদা কে দেখলাম রদ্দির দোকানে বিক্রি হচ্ছেন। ..তাই উনার সম্মানে। ...চির শান্তি তে থেকো তুমি এন্টিনা দা ...এখন বুস্টারদা কে খুঁজবো )
No comments:
Post a Comment