।। জিতেশ ভট্টাচার্য ।।
==========
সেই কোন বিস্মৃত যুগের
স্পর্শে জেগেছিল তারা সিংহবিক্রমে
হতাশার অন্ধকারে সুষুপ্তি বিদার।
চুলচেরা হিসেব তখনো শেখেনি কেউ
সর্পকেই মালা করে নিত রজ্জুভ্রমে।
.
সেদিনেও শাপগ্রস্ত চোখ থেকে
ঘুচেছিল ঘুম জন্মের মতো
অন্তিম কপর্দকের দক্ষ ভোজবাজী।
পালাবদলের নির্মম রাক্ষসের হাতে
লুণ্ঠিত, শতমুখে বিকশিত ক্ষত।
.
রক্ত ঝরেছিল অঝোরে কতকাল
অহরহ শতাব্দী হৃদয়ে পঞ্জাব, বঙ্গ
মুছে নি তার একবিন্দু আজো ।
মগজ রেখেছি দুঃখসাগরের হিমঘরে
রোধেনি সে উচ্ছাস, সে ‘জলধি তরঙ্গ’।
.
যার নামে হারিয়েছি ভগ্নী-ভ্রাতা
লহমায় মাতৃভূমি অগম্য পরবাস
তার শেষ দেখে যাবো তৃতীয় পুরুষে।
সমূল উৎপাটনে আশীবিষতরু
বুক ভরে নেবে তারা স্বাভাবিক শ্বাস।
.
কিছুই আর ঠিকঠাক নয় আজ
আর্ষতেজে উড়ে গেছে শীর্ণ ব্যাকরণ
সাক্ষী দেশ, বুভুক্ষা মিশেছে ধীরে পূণ্যভূমিতে।
তবু আবারো স্বাগত হে স্বাধীনতা
ভূমিষ্ঠ হও লক্ষশতবার, হে মহাজীবন।
==========
সেই কোন বিস্মৃত যুগের
স্পর্শে জেগেছিল তারা সিংহবিক্রমে
হতাশার অন্ধকারে সুষুপ্তি বিদার।
চুলচেরা হিসেব তখনো শেখেনি কেউ
সর্পকেই মালা করে নিত রজ্জুভ্রমে।
.
সেদিনেও শাপগ্রস্ত চোখ থেকে
ঘুচেছিল ঘুম জন্মের মতো
অন্তিম কপর্দকের দক্ষ ভোজবাজী।
পালাবদলের নির্মম রাক্ষসের হাতে
লুণ্ঠিত, শতমুখে বিকশিত ক্ষত।
.
রক্ত ঝরেছিল অঝোরে কতকাল
অহরহ শতাব্দী হৃদয়ে পঞ্জাব, বঙ্গ
মুছে নি তার একবিন্দু আজো ।
মগজ রেখেছি দুঃখসাগরের হিমঘরে
রোধেনি সে উচ্ছাস, সে ‘জলধি তরঙ্গ’।
.
যার নামে হারিয়েছি ভগ্নী-ভ্রাতা
লহমায় মাতৃভূমি অগম্য পরবাস
তার শেষ দেখে যাবো তৃতীয় পুরুষে।
সমূল উৎপাটনে আশীবিষতরু
বুক ভরে নেবে তারা স্বাভাবিক শ্বাস।
.
কিছুই আর ঠিকঠাক নয় আজ
আর্ষতেজে উড়ে গেছে শীর্ণ ব্যাকরণ
সাক্ষী দেশ, বুভুক্ষা মিশেছে ধীরে পূণ্যভূমিতে।
তবু আবারো স্বাগত হে স্বাধীনতা
ভূমিষ্ঠ হও লক্ষশতবার, হে মহাজীবন।
No comments:
Post a Comment