Translate

Saturday, January 10, 2015

জুকর পিসলা গাঙ ওর ঘাট

।। (আনন্দ লাল নাথ মহাশয়ের লিখা।  আমি উনার অডিও শুনে লিখেছি ; ভুল ত্রুটি মার্জনীয় ) ।।

আইজ তিনদিন ঐসে পরসে মেঘ

কেমনে করতাম বাজার হাট

জুকর পিসলা গাঙ ওর ঘাট।


কৈলে কৈবায় তামশার মাত

হাওয়াই সান্ডেল ব্যাটার পাত

দিনর মন্দ রাশিত বেরা

কান্দ লইসে মূর্খর গারা

পিসলা খাইয়া পরসে যেমনে

হইওর ডুবা দেখে সামনে।

বেটা পরসে যেমন আত্তি

ছয় হাত দূরই গেসে ছাত্তি।

বেটার বায়্দী চাইতে লাগে

দুল খেলায়সে থুরা আগে ;

ভরসে ছাত্তি, ভরসে শার্ট

হায়রে পিসলা গাঙ ওর ঘাট।


খবির আলী ঘাটও যার

কান্দ লইসে কাঠলোর ভার

ভারো ছয়টা হাতো একটা

যেমনে পরসে সারা চেপ্টা।




বৈষ্ণব বেটা ভিক্ষ গেসলা

বৈষ্ণবী রে লগে নিসলা।

গাঙ ওর ঘাটও আইয়া কৈলা

অত পিসলা জেইমু কিলা ?

বৈষ্ণবে কইন কিতা মাতো !!

ধর দেখি আমার হাতো

আধা লামিয়া কিতা ঐসে ?

বৈষ্ণবী এ কইন সান্ডেল আমার পারো রইসে।

আমি আনমু তুমি থাক;

বৈষ্ণবী এ কইন থুরা রাখো।

চাদর নেও কিজাত শীত

কইতা পারসইন না বৈষ্ণব চিত।

কৈরম গিয়া পরসে পাকো

পাকর ভেঙ্গা লাগসে নাকো

পাক লাগসে নাকে কানে

কৈলা অত পিসলা কিগুয়ে জানে

কৈয়ার তুমারে লায়ে যাইও

জুকর পিসলা পড়বায় চাইও

কার মাত কর্গুয়ে মানে

বকিয়া যাইতরা আমতা জানে

আমি আনমু তুমি উবাও

কইতে পারসইন না বাউ অর পাও

এক দৌড়ে উটসে চাঙ্গো

আর বাবাজিরে লইয়া মাইজি গাঙ গো।

মাইজি এ ধরতে বাবাজি কাইত

কৈলা কিগুর মুখ দেখি পুয়াইসে রাইত

কেমনে গিয়া উঠি পারো

মাইজি এ কইন হুরৈন দি মারো

উবা কান্দাত করসইন ঘাট

হায়রে পিসলা গাঙ ওর ঘাট !!




রুশে ছুটসে আরেক বেটা

দেখতেউ লাগে ক্যাট ক্যাটা

খুটি করিয়া দের পারা

শরিইলও কাপড় নাই গামসা ছাড়া।

শরমর কথা কৈমু কিলা

গামসা মনোকয় আসলো ঢিলা

নাওত গিয়া উটতো চাইসে

থুড়া গিয়া ওউ পিসলা খাইসে -

...হি বাজু আর কিতা কই

গামসা রইসে বাক্কা দূরই।

নাও অর মানু এ লৈসিন ভিদাই

বেটা বুধহয় আইজ করব মাইর

নাও অর মানু রে লইসে গাইল

কয় ফালায় দিত দাতের পাইল।




আরেক বেটা -

কান্দ লইসে ডেংগা র আটি

কর অত পিসলা ইনোর মাটি

কইলাম বাবাজি কেওয়ানি রে ডাকো

খুদিয়া দেখি ডেংগা লইয়া বাবাজি পাকো।

কেরেস থুরা লৈসলা পিপাত

কেমনে হামাই গেসে দো পার চিপাত

পাকো পড়তে পিপা চেপ্টা

আস্তা পিঠ পাকে লেপটা

হাটুত লাগসে পাকোর ছাট

হায়রে পিসলা গাঙ ওর ঘাট !!
----------------------------------------

( তবে এই ব্যঙ্গ রচনা যত আনন্দ দেয় তার থেকে বেশি মনোকষ্ট ও দেয় ; কারণ স্বাধীনতার এত বছর পর ও আমাদের উত্তর পূর্ববাঞ্চল এখনো অনুন্নত। ......তাই নীচে এই সংযোজন খানি করলাম  )

যুকর পিসলা গাঙ অর ঘাট
ধুতি গামসারও কথা আসে
কেউর ভরসে কেউর লুটাইসে পাকে।

ইতা দেখি সবে হাসে
কিন্তু তবু দুঃখ লাগে
স্বাধীনতার অত বছর পরে
অখনো পাকো গড়াইতে লাগে।

ইলা অবস্থা আর কুনোবায় নাই
ঈশানের বায় চউখ মুজিলাইন
দেখা যাউক আগে ওয় কিতা
বান্ধানি ঘাট - পাক্কা রাস্তা !!

ভাবলেউ উঠে দীর্ঘশ্বাস
চুকা ডেকুর আর পেটও বাতাস ---






1 comment:

  1. পড়িয়া বড় আরাম পাইলাম।

    ReplyDelete