Translate

Tuesday, August 23, 2016

অন্তিম ষ্টেশনে

।। জিতেশ ভট্টাচার্য ।।
============

অন্তিম ষ্টেশনে বসে থাকি একা, বিশ্রামগৃহে শুষে নিই অনুকূল তাপ
প্রায়ান্ধ বৃদ্ধ শিকারীর মত গুনি একে একে নির্বিষ নিরীহ যত পাপ ।


ধুয়ে গেছে অভিমান, অবশেষে উজ্জ্বল হয়েছে যেন ভাসমান শিলা
ঈশ্বরের বাগানে কত ফুল ফোটে, বাষ্পবৎ উড়ে যায় তাবৎ অছিলা ।

বাস্তুভিটেয় টের পেয়েছি সবাই একটি দুটি করে ঘুঘুদের আনাগোনা
করতলগত গভীর ভাগ্যরেখায় নিয়তিনির্দেশ; আমরণ জাল বোনা ।

No comments:

Post a Comment