Translate

Tuesday, August 23, 2016

মেঘনাদ

।। জিতেশ ভট্টাচার্য ।।


শাস্তি পাপের বৃহৎ মাপের দুষ্ট নাহিকো পায়
শিষ্ট লোকের সামনে চোখের পর্দাটি খুলে যায়
কিসের আশে নেতার পাশে কীটের অণু কীট
কিসের জোরে পুকুর চোরে বাঁচায় নিজের পিঠ
দেশের কথায় রসিকতা্য হয়েছ জনপ্রিয়
এমন জিনিস হয়নি ফিনিশ বুঝলে হোরেশিও
কে আছ জোয়ান তুলসী সমান নাই বা হলে ধোয়া
হয়ো না কাতর পরশপাথর দিয়েই হবে ছোঁয়া
রতন-মানিক ডজন খানিক জুটিয়ে নামো মাঠে
দেখ তারপর অষ্টপ্রহর কী করে দিন কাটে
ছেড়ে মান-হুঁশ নব কাপুরুষ ধরে মেঘনাদ রূপ
চিরনতশির অভাগা জাতির নিয়তি অন্ধকূপ
কিবা বলি আজ ওহে জাঁহাবাজ তুমিই মালিক বটে
জেনে গেছি ভাই সত্য তাহাই বাজারে যে কথা রটে।

No comments:

Post a Comment