Translate

Tuesday, August 23, 2016

প্রবীণ স্বাধীনতা

।। জিতেশ ভট্টাচার্য ।।

জেগে ওঠে দিন
প্রতিবাদ ফুটে ওঠে
ফোটে ক’টি দীনতার ফুল
প্রত্যাশায় কিছু ক্ষীণ
সকুণ্ঠ কম্পিত ঠোঁটে
প্রবীণ স্বাধীনতা এখনো অতুল
অন্তরে নিয়ত গহীন
বাসনা কিছু দুরূহ বটে
খোঁজে ঠিকানা স্থায়ী অনুকূল
অধুনা স্বেচ্ছা অন্তরীন
এই তবে ছিল মোর ঘটে
নির্দয় বান্ধবঘেরা গেহ নির্ভুল
রিক্তহস্ত সান্ত্বনাহীন
গাও সামগান এ সঙ্কটে
উৎখাত হোক ক্রুদ্ধ চক্ষুশূল ।


No comments:

Post a Comment