।। জিতেশ ভট্টাচার্য ।।
ক্ষুদ্র কুটীরের সীমিত আশ্রয়ে সাক্ষী লুকিয়ে আছে জেনো একাধিক
সমাপণ প্রস্তাবে শর্ত্ত কঠোর, সমূহ অশ্বারোহী হবে নিরস্ত্র পদাতিক
বহুদিন চেনা বিশ্বস্ত সখা, মুক্ত অঙ্গন প্রান্তে উজ্জীবিত সহর্ষ রোহিনী
খোলো দ্বার তুলে দাও অবগুণ্ঠন; গোধূলি গড়িয়ে হোক গভীর রজনী
উজ্জ্বল শিখায় বহ্নিবারতা পড়েনি মগ্ন তারা অশেষ যাপনব্যস্ততায়
সরে গেছে ক্রমে দূর হতে দূ্রান্তের দিকে কর্ষণভূমি, মূক সম্প্রদায়
ত্রুটিহীন সমরসাজে এনেছো বিজয়, রুদ্ধবাক সারিসারি ভাবলেশহীন
মুখে দাও পুনরায় হারানো ভাষা; বিজ্ঞাপণ ঢেকে যাক, আসুক সুদিন।
ক্ষুদ্র কুটীরের সীমিত আশ্রয়ে সাক্ষী লুকিয়ে আছে জেনো একাধিক
সমাপণ প্রস্তাবে শর্ত্ত কঠোর, সমূহ অশ্বারোহী হবে নিরস্ত্র পদাতিক
বহুদিন চেনা বিশ্বস্ত সখা, মুক্ত অঙ্গন প্রান্তে উজ্জীবিত সহর্ষ রোহিনী
খোলো দ্বার তুলে দাও অবগুণ্ঠন; গোধূলি গড়িয়ে হোক গভীর রজনী
উজ্জ্বল শিখায় বহ্নিবারতা পড়েনি মগ্ন তারা অশেষ যাপনব্যস্ততায়
সরে গেছে ক্রমে দূর হতে দূ্রান্তের দিকে কর্ষণভূমি, মূক সম্প্রদায়
ত্রুটিহীন সমরসাজে এনেছো বিজয়, রুদ্ধবাক সারিসারি ভাবলেশহীন
মুখে দাও পুনরায় হারানো ভাষা; বিজ্ঞাপণ ঢেকে যাক, আসুক সুদিন।
No comments:
Post a Comment