Translate

Tuesday, August 23, 2016

‘পোগোতি’র বাপ

।। জিতেশ ভট্টাচার্য ।।
==============
তাড়াহুড়ো কর কেন ধর্মের দাস
বসো দেখি থিতু হয়ে ছাড়ো হাঁসফাঁস
ছাগল শিকারী তুমি পাগল বালক
স্বর্গের রথে বুঝি তুমিই চালক?
তোমার দেবতা সে কি শত্রু আমার?
আমরা কি তোমাদের খাবারদাবার?
ডাকো তবে ঈশ্বরে হোক ফয়সলা
কাটিবার তরে কেন দিয়াছে সে গলা
উত্তর দিয়ে যাক মুক্ত সভায়
বলুক নিরীহ কেন তাহারে ডরায়


(উষ্ণীষে দেগে রাখা পোগোতি’র ছাপ
ত্বরায় ডাকিতে গেল নিজেদের বাপ)

দিয়ে যাক পরিভাষা শুধু একখানা
ছাগের কোনটি হয় তিন নং ছানা
পুরাণে লিখেছে তার কি বা লক্ষণ
অখাদ্য কিভাবে লোকে করে ভক্ষণ
ভূতেরা কিসের তরে করে রামনাম
আড়ালে চালায় কেন কড়া দরদাম
মরিতে বাধ্য কেন যাহারা কাফের
রক্ত কী হারে বেচে; লিটার না সের
এইটুকু বলে কিছু নিতেছিনু দম
‘পোগোতি’র বাপ এসে করিল চরম
কাজ বেশী কথা কম তাহার ধরম
কল্লা গড়ায়ে গেল, সাথে সম্ভ্রম।

No comments:

Post a Comment