Translate

Tuesday, August 23, 2016

সুধাসাগর তীরে


।। জিতেশ ভট্টাচার্য ।।


শিরোপরি আনমনে দোলে সরল পেণ্ডুলাম

আত্মসমর্পণে গৌরব জানে পরাহত ক্রুদ্ধ বচন

ধাতব গোলক থেকে ঠিকরানো স্বর্ণালী আভায়

লেখা থাকে প্রেমতরঙ্গরেখা, সহর্ষ অভিনন্দন।

অরণ্যে কোথাও জমে প্রত্যাশার ধুমায়িত ক্ষোভ

ধর্মসঙ্কটে বারম্বার ঘুরপাক খায় বিদ্রোহ প্রবল

স্বল্প পরিসরে সঙ্কীর্ণ আগ্রহ, অধীর হতে থাকি

একটু একটু করে, সরে যায় গুরুভার জগদ্দল।

প্রতিদিনই শুনেছি মনোযোগে বিস্তৃত অভিভাষণ

বিদায় বা আবাহন একাকার সবই ধীরে ধীরে

অস্ফূট উচ্চারে স্তব্ধ বেদনা বোঝে নি কেউ

ঢেউ আসে, ফিরে যায় ‘সুধাসাগর তীরে’।


No comments:

Post a Comment