।। জিতেশ ভট্টাচার্য ।।
হায় রে ছাগল, ভাঙিলি আগল
কী বা বলি তোরে বল
তোরই তরে গাঁথা পুষ্পমালিকা
তোরই হাতে শতদল।
তোরই হাতে আজ শৌর্যনিশান
তোরই খেলা চলে দিবারাত
অম্লমধুর বিষাদবিধুর
ছন্দে পতন অকস্মাৎ
তোর সাথে জানি মহারাজা-রাণী
পারে নাই কেহ আঁটিয়া
ঈর্ষা সকল করে খলবল
‘ফাটি যাওত ছাতিয়া’ !!
হায় রে ছাগল, ভাঙিলি আগল
কী বা বলি তোরে বল
তোরই তরে গাঁথা পুষ্পমালিকা
তোরই হাতে শতদল।
তোরই হাতে আজ শৌর্যনিশান
তোরই খেলা চলে দিবারাত
অম্লমধুর বিষাদবিধুর
ছন্দে পতন অকস্মাৎ
তোর সাথে জানি মহারাজা-রাণী
পারে নাই কেহ আঁটিয়া
ঈর্ষা সকল করে খলবল
‘ফাটি যাওত ছাতিয়া’ !!
No comments:
Post a Comment