।। জিতেশ ভট্টাচার্য ।।
=========
সবান্ধব তপোশ্চরণ ধীর প্রতীক্ষায়
অচেনা এ প্রহর, অজানা এ যাম
প্রতিধ্বনি চরাচরে বাজে স্পষ্টসুরে দৃপ্ত মহানাম
অবিশেষ বাগিচায় পদচিহ্ন দেখি
চলে গেছে চিরতরে লুকোনো সন্তাপ
হে চিরশিশু, সকলি হলো আজ অতিক্রম্য পাপ
প্রত্যাখ্যাত দাস্যলব্ধ সমৃদ্ধি প্রলোভন
ধরে আছে যুগান্ত থেকে অমেয় সঞ্চয়
শীর্ণকায়া স্রোতহারা নদী সমন্বিতে প্রশস্ত হৃদয়
নেশাগ্রস্তের মতো মরীচিকা অঙ্কন
এতকাল করেছো কেন; কোন প্রতিশোধে?
এনেছো মারী, অনাহার; লক্ষ্যহীন উন্মাদ অবরোধে।
=========
সবান্ধব তপোশ্চরণ ধীর প্রতীক্ষায়
অচেনা এ প্রহর, অজানা এ যাম
প্রতিধ্বনি চরাচরে বাজে স্পষ্টসুরে দৃপ্ত মহানাম
অবিশেষ বাগিচায় পদচিহ্ন দেখি
চলে গেছে চিরতরে লুকোনো সন্তাপ
হে চিরশিশু, সকলি হলো আজ অতিক্রম্য পাপ
প্রত্যাখ্যাত দাস্যলব্ধ সমৃদ্ধি প্রলোভন
ধরে আছে যুগান্ত থেকে অমেয় সঞ্চয়
শীর্ণকায়া স্রোতহারা নদী সমন্বিতে প্রশস্ত হৃদয়
নেশাগ্রস্তের মতো মরীচিকা অঙ্কন
এতকাল করেছো কেন; কোন প্রতিশোধে?
এনেছো মারী, অনাহার; লক্ষ্যহীন উন্মাদ অবরোধে।
No comments:
Post a Comment