।। জিতেশ ভট্টাচার্য ।।
=========
রক্তগঙ্গা অকাতর, আজই যদি ভাসাও সমাধি
পরিচয় জেনে গেছি হে নিমন্ত্রিত অনর্থ অনাদি
কিছু আয়ূ চাই; প্রয়োজন নিতান্ত স্থূল সাধারণ
রবাহূত যজ্ঞস্থলে লুণ্ঠিত ধুলোময় অন্তরাবাহন
ঘনঘটার দিনে খুঁজে নেবো বিখণ্ড একটি আকাশ
ভরা এ বাদরদিনে নিভে যাবে ক্রমে বিবিধ হুতাশ
সুখ নেই, দুঃখ নেই; আছে নীরব মিছিল অন্তহীন
জরা নেই, মৃত্যু নেই; আছে প্রতিরূপ সিদ্ধান্ত গহীন
ক্ষুদ্র ভূখণ্ড নিয়ে অকিঞ্চন হেতু সামান্য চাষবাস
সংসারগত ভুঁইফোঁড় অদ্যাপি মহার্ঘ নয় অবকাশ।
=========
রক্তগঙ্গা অকাতর, আজই যদি ভাসাও সমাধি
পরিচয় জেনে গেছি হে নিমন্ত্রিত অনর্থ অনাদি
কিছু আয়ূ চাই; প্রয়োজন নিতান্ত স্থূল সাধারণ
রবাহূত যজ্ঞস্থলে লুণ্ঠিত ধুলোময় অন্তরাবাহন
ঘনঘটার দিনে খুঁজে নেবো বিখণ্ড একটি আকাশ
ভরা এ বাদরদিনে নিভে যাবে ক্রমে বিবিধ হুতাশ
সুখ নেই, দুঃখ নেই; আছে নীরব মিছিল অন্তহীন
জরা নেই, মৃত্যু নেই; আছে প্রতিরূপ সিদ্ধান্ত গহীন
ক্ষুদ্র ভূখণ্ড নিয়ে অকিঞ্চন হেতু সামান্য চাষবাস
সংসারগত ভুঁইফোঁড় অদ্যাপি মহার্ঘ নয় অবকাশ।
No comments:
Post a Comment