Translate

Saturday, July 16, 2016

।। আদিম লড়াই ।।

।। জিতেশ ভট্টাচার্য ।।
============
অবতার রূপে গতায়ূ অনুরাগ ফিরে আসে মহাবোধি ছায়ায়
সুশোভন আশা, স্বপ্ন আচ্ছাদন; গ্রন্থিত অবিনাশী সূক্ষ্ম মায়ায়


ইতিবৃত্তে লিখেছি সে ইঙ্গিতকথা, বোঝেনি তারা ব্যস্ত কোলাহলে
বিবর্ণ পাদটীকা অদৃশ্য ললাটে, ফিরে এসো মাতৃরূপে স্নিগ্ধ অঞ্চলে

বাক্য-নিষ্কাষণ জীবনে অচেনা, সংসারে এককোণে ত্রস্ত দাঁড়াই
অশ্রু বাষ্প হলো নগর সাধনে; দখল-অভিলাষী আদিম লড়াই

ভিক্ষামুষ্ঠি দিয়ে যেও একদিন অসম্পূর্ণ দৃশ্যপটে উদাসীন হাতে
উজ্জ্বল সম্ভ্রম ঘিরে জ্বলুক বিভা, মহাকাব্য মহরৎ নবীন প্রভাতে।

No comments:

Post a Comment