II জিতেশ ভট্টাচার্য II
সত্য মিথ্যে যা বোঝার
বোঝো হে স্বাধীন অধ্যবসায়
অনবধানে রহস্য কিছু থাকুক
বিবৃতিহীন অগম্য অতীতে
কলরবশূণ্য আড়ালে মূক
আন্দোলিত দুর্বল শাখার মত
নিমজ্জিত বাতাসের স্বাদগ্রহন বিনা
বাকি থাকে কী বিকল্প আর
অনুপুঙ্খ আয়ূমন্থনে সম্ভাব্য উত্থান
অমৃত বা অবিমিশ্র নীলাভ তরল
নীতিগত স্বচ্ছতার প্রসঙ্গে এসে
উচ্চ পর্বতমালা যেন স্থির সমতল।
সত্য মিথ্যে যা বোঝার
বোঝো হে স্বাধীন অধ্যবসায়
অনবধানে রহস্য কিছু থাকুক
বিবৃতিহীন অগম্য অতীতে
কলরবশূণ্য আড়ালে মূক
আন্দোলিত দুর্বল শাখার মত
নিমজ্জিত বাতাসের স্বাদগ্রহন বিনা
বাকি থাকে কী বিকল্প আর
অনুপুঙ্খ আয়ূমন্থনে সম্ভাব্য উত্থান
অমৃত বা অবিমিশ্র নীলাভ তরল
নীতিগত স্বচ্ছতার প্রসঙ্গে এসে
উচ্চ পর্বতমালা যেন স্থির সমতল।
No comments:
Post a Comment