Translate

Friday, July 15, 2016

নিঃসঙ্গ বন্দর

।। জিতেশ ভট্টাচার্য ।।

মর্ম কোথায় রাখো নিঃশর্ত্ত বন্ধক
লক্ষ্যহীন বার্ষিক গোপন পর্যটনে
একাকী কেন যাও আষাঢ়ের ভেক?


প্রহরা অগ্রাহ্য করে নিশি ডাকে
অঝোর বর্ষায় আকাশের নীচে
কখনো পেছন ফিরে তাকাও ক্ষণেক?

অলিগলি জটলায় প্রত্যাশার আশা
একঘেয়ে সুরে বাজে ভবিষ্যপুরাণ
ঘনিয়ে তমসা আসে নিঃসঙ্গ বন্দরে

অনিবার্য ছিল সব জয়-পরাজয়
তবু গূঢ় ভালোবাসা নিহিত পরস্পরে
দয়িত-হৃদয়, শোনোনি তা দৈব কণ্ঠস্বরে?

No comments:

Post a Comment