II জিতেশ ভট্টাচার্য II
বন্ধনজাত প্রীতিময় সকাল
সমাহিত নিদ্রার মধ্যরাত
বজায় রেখেছো ধর্মযজ্ঞে
সামন্তপ্রথা; সিদ্ধ নিপাতন
মহাকালে দ্রব হবে উপাসনা
বিদ্যুচ্চমকে সকলি আলোময়
বলো নি কী করে চকিতে
উধাও নিবিষ্ট অবগুণ্ঠন
‘অপ্রাপ্য কিছু নেই’ আছে
আলাদিন-প্রদীপের দানো
হারিয়েছে শুধু ব্যস্ত যাপনে
গুটিকয় সামান্য প্রাণস্পন্দন।
No comments:
Post a Comment