Translate

Saturday, July 16, 2016

।। অজাযুদ্ধ শেষে ।।

।। জিতেশ ভট্টাচার্য ।।
=============
কখনোসখনো শুনি বিশালতার কথা

কালিমাঢাকা অন্ধযুগে মধ্যবর্তী

ক্ষণিকের ‘কমার্শিয়েল ব্রেক’

পাতালের গহ্বরে তিমিরান্ধ জন

সেও শোনে মুগ্ধ বিস্ময়ে একাকী

বয়ঃসন্ধির উৎসুক বালকের মতো

অবিরাম চক্ষুকর্ণের বিবাদব্যস্ত রণাঙ্গণে

একান্ত জীবিকা জানি যাপনমাধ্যম

অধিকন্তুর খোঁজ তত্রাপি নয় দোষায়;

এইরূপ দর্শনের জন্মে কিঞ্চিৎ অবৈধ

সুখ হয়; ব্যাপকার্থে ধর্ম হয় ততোধিক

পাষাণখোদা সুচারু শিল্পকৃতিতে বাঙ্ময়

প্রকাশমান দেখো ধীরলয়ে কোন সম্ভাবনা

‘ধনধান্যে পুষ্পে ভরা’ ইন্দ্রজালের দেশে

রচিত হবে বিরল ইতিহাস, অজাযুদ্ধ শেষে।

No comments:

Post a Comment