Translate

Friday, July 15, 2016

।। ভিখিরির সিংহদুয়ার ।।

II জিতেশ ভট্টাচার্য II

সমৃদ্ধ পসরার রত্নসম্ভারে লুকোনো কুসুম দুঃখভারে
উঁকি দেয় অঝোর শ্রাবণ পুরাতন ব্যাধির আকারে
অবৈধ সংকল্প নিয়ে ফিরে আসে বিতাড়িত চক্রবাক
সংবর্দ্ধনাসভায় উলুধ্বনি হোক, বাজো শত মঙ্গলশাঁখ
একে একে পর্যায় প্রত্যুষে দগ্ধ জীবের দীর্ঘ কাতার
সশস্ত্র প্রহরী আড়ালে সুরক্ষিত ভিখিরির সিংহদুয়ার
মলিন মুখশ্রী প্রোথিত বিস্ময়ে ক্রমাগত স্তব্ধ বিধুর
প্রথাগত স্ববিরোধ নিয়ে রিক্ত বসতি বিকল, আতুর
সন্মতি ছিল ত্যাগ কিম্বা অন্যতর বিনিময়ে ততোধিক
ফিরে গেছে তারা শ্রান্ত বিফল হতশ্বাস অচেনা পথিক
আবাদ হবে হয়তো পুনরায় উজাড় এ বিধ্বস্ত মশানে
আগাছার বুকে খেলে যাবে ঢেউ সৃষ্টির শ্রুতি কলতানে।

No comments:

Post a Comment