Translate

Saturday, July 16, 2016

।। স্তব্ধ মধ্যযাম ।।

।। জিতেশ ভট্টাচার্য ।।

হে নিমগ্ন সুবর্ণরেখা
দিয়েছো আশাতীত দান
নিভৃত এ পরবাসে প্রিয়
সাজিয়ে দিয়েছো অনন্ত অন্তরাল
দিবারাত আসে কত যাযাবর
পরিভ্রমী মানস আর পক্ষীগত প্রাণ
দীর্ঘশ্বাসে ভার হয়ে ওঠে
ভুলপথ ধরে আসা শ্রান্ত করবাল


আবার এসেছে ফিরে নির্মম
চতুর সে কায়াহীন সর্বস্বাপহারী
তিমিরান্ধ অসহায় নির্বাক জনতা
পূজ্য আবহমান দেবতাপাষাণ
মরীচিকা ছেয়ে আছে নগণ্য জীবনে
বিজ্ঞ সাজে সুশোভন ব্যর্থ পেশাদারী
পতনের ধ্বনি শোনো স্তব্ধ মধ্যযামে
দেবে কি কোথাও কেউ কোনো প্রতিদান?

No comments:

Post a Comment