।। জিতেশ ভট্টাচার্য ।।
নিস্তার চাই বৈধ আলোড়ন হতে
আরোগ্যপ্রলেপ চাই পুরাতন ক্ষতে
রিক্ত অঙ্গার হতে জাগো আজ প্রাণ
মুছে দাও অপমান, অনর্থ-প্রমাণ
নিভন্ত প্রদীপে দেখো আভা ম্লানমুখ
দ্রুতহাতে মুছে নাও ঝাপসা সে চোখ
গলা ছাড়ো ‘স্বাগতম’ গুপ্ত উপহাসে
মিশে যাক অট্টহাস মেঘলা আকাশে।
নিস্তার চাই বৈধ আলোড়ন হতে
আরোগ্যপ্রলেপ চাই পুরাতন ক্ষতে
রিক্ত অঙ্গার হতে জাগো আজ প্রাণ
মুছে দাও অপমান, অনর্থ-প্রমাণ
নিভন্ত প্রদীপে দেখো আভা ম্লানমুখ
দ্রুতহাতে মুছে নাও ঝাপসা সে চোখ
গলা ছাড়ো ‘স্বাগতম’ গুপ্ত উপহাসে
মিশে যাক অট্টহাস মেঘলা আকাশে।
No comments:
Post a Comment