Translate

Friday, July 15, 2016

।। জীয়নমন্ত্র ।।

II জিতেশ ভট্টাচার্য II

বিসদৃশ আচরণ কোরো না
বিচরণভূমি মাতালের অধিকারে
স্বাধীন অবাধ রম্যক্রীড়াচ্ছলে
যদি পারো কখনো হয়ো স্বেচ্ছাসেবী
প্রতিদান আশাহীন বাঞ্ছাকল্পতরু
স্বচ্ছন্দ থাকে যেন গতায়াত চিরকাল
প্রচ্ছায়া, উপচ্ছায়ার সূক্ষ্ম ব্যবধানে
বুকে মহামারী দাবানল সুপ্ত পাবক
সংহারী মর্মবাণী গচ্ছিত সুগোপন
অশ্রুমেশা জলধারে বসন্ত-আক্ষেপ।

No comments:

Post a Comment