II জিতেশ ভট্টাচার্য II
শ্রেণীটি দ্বিতীয় যদিও
তুমি নাকি পূর্ণ নাগরিক
এমনটিই বলেছে সবাই
নিশ্চিন্তে ঘুমোয় যারা নিরবধি
স্বাস্থ্যচিন্তায় বিশদ আকুল
আঁতিপাতি খোঁজে মৃতদেহে;
কোথায় সে প্রাণঘাতী হুল!
.
অশান্ত বসতির প্রতিটি দেয়ালে
নিয়মিত তারা ঘুঁটে দিয়ে যায়
গভীর নিষ্ঠায়। এভাবেই
বহতা সংস্কারের প্রতিবাদ
নান্দনিক পূজো উপচার
নির্বাসিত ধর্মরাজ্য থেকে
ঢেঁকি গিলে ইষ্ট প্রতিহার।
.
ঘাম হয় ঘনঘন তার
রন্ধ্রে রন্ধ্রে তবু থাকে জ্বর;
অপদেবতার দুরারোগ্য দৃষ্টিক্ষেপে
প্রার্থনার অভ্যাসগীতি:
‘প্রভু আমার, হে আমার প্রিয়,
সকলি দিয়েছো জীবনে;
শুধুমাত্র শ্রেণীটি দ্বিতীয়’।
শ্রেণীটি দ্বিতীয় যদিও
তুমি নাকি পূর্ণ নাগরিক
এমনটিই বলেছে সবাই
নিশ্চিন্তে ঘুমোয় যারা নিরবধি
স্বাস্থ্যচিন্তায় বিশদ আকুল
আঁতিপাতি খোঁজে মৃতদেহে;
কোথায় সে প্রাণঘাতী হুল!
.
অশান্ত বসতির প্রতিটি দেয়ালে
নিয়মিত তারা ঘুঁটে দিয়ে যায়
গভীর নিষ্ঠায়। এভাবেই
বহতা সংস্কারের প্রতিবাদ
নান্দনিক পূজো উপচার
নির্বাসিত ধর্মরাজ্য থেকে
ঢেঁকি গিলে ইষ্ট প্রতিহার।
.
ঘাম হয় ঘনঘন তার
রন্ধ্রে রন্ধ্রে তবু থাকে জ্বর;
অপদেবতার দুরারোগ্য দৃষ্টিক্ষেপে
প্রার্থনার অভ্যাসগীতি:
‘প্রভু আমার, হে আমার প্রিয়,
সকলি দিয়েছো জীবনে;
শুধুমাত্র শ্রেণীটি দ্বিতীয়’।
No comments:
Post a Comment