।। জিতেশ ভট্টাচার্য।।
কুশলেই আছে সমূহ কৌশল
ভণিতার চকমকি ভব্য আলয়ে
সজ্জিত পুষ্পদণ্ড ভূমিপাচ্য নয়
কৃত্রিম শোভায় আংশিক সন্তোষ
প্রীতিময় পাপচক্র অবিরাম ঘোরে
নগর ছাপিয়ে মেশে গ্রাম্য মেলায়
অনায়াস কুচক্রের শয্যাকুসুম
সন্তাপ-আতুড় হবে অনিবার্য কাল
এবার ভূমিগত হও হে প্রাণ
অন্তঃস্থ আকুতিতে উপ্ত হোক আশা
এসো বাঁচি আরো কিছুদিন
উত্তরপুরুষে বলি কিছু পরিভাষা।
No comments:
Post a Comment