Translate

Friday, July 15, 2016

।। ছেঁড়া চিরকূট ।।

।।জিতেশ ভট্টাচার্য ।।

অনবদ্য গীতিময় নিসর্গ নীরব
ব্যাপ্ত কথকতা শুধু শোনে আমরণ
আস্তিনে প্রভূত পাপ চোরাকাঁটা বন


পেয়েছি অকস্মাৎ এক ছেঁড়া চিরকূট
আবেগের মুখে চাপা অনাপোষ ছিপি
বনবাসী রোজনামচা, অসমাপ্ত লিপি

খেলাচ্ছলে ভাসালে এ কোন প্লাবনে
ভাঙাগড়া খেলামাঝে উদ্দাম বেগ
উড়ে যায় উদাসীন লঘুচিত মেঘ

লুকোনো বাগানে আছে দুটি চারাগাছ
বলিনি ভ্রমেও কোনো মত্ত আসরে
হোক ক্রমে অভ্রলেহী গোপন আদরে

নিস্তরঙ্গ তৃপ্তি চেনে প্রশান্ত নহর
দমিত কামনাস্রোত জানেনি সে কথা
গহীন কুম্ভকে ডোবা সত্ত্ব মাদকতা।

No comments:

Post a Comment