Translate

Saturday, July 16, 2016

।। লক্ষ্যহীন ।।

।। জিতেশ ভট্টাচার্য ।।
=========
মুখবন্ধে ছিল অন্য প্রতিশ্রুতি

পরিজনে ভরা ঘর মুগ্ধ সন্ততি

মধুকর ফিরে যায় পুনরায় ভ্রমে

বিবৃত সে কাহিনী সাগর সঙ্গমে

পদাবলী সুরে তার দেখা পাই

জেগে ওঠে কলরবে নিভৃত সরাই

উৎসবে অনাহূত, রবাহূত জন

লক্ষ্যহীন পরিযায়ী অন্তে পর্যটন।

No comments:

Post a Comment