।। জিতেশ ভট্টাচার্য ।।
===========
নদী জানে সব কথা আদ্যন্ত বিস্তারে
ওষ্ঠাগত প্রাণে ত্রাণ নিষ্কৃতির দ্বারে
লাগাম ছিঁড়েছে বৃথা ভাবের উজান
কেন সখা গড়ে দিলে অলীক উদ্যান?
বাকী নেই আর কোনো গূঢ় সীমন্তিনী
ডুবন্ত এ উপচ্ছায়া তটস্থ কাহিনী
ঋষিকল্প উদাসীন আক্ষেপব্যথায়
আষাঢ়ে বিশ্বাস-জরা আজ ছুটি চায়।
===========
নদী জানে সব কথা আদ্যন্ত বিস্তারে
ওষ্ঠাগত প্রাণে ত্রাণ নিষ্কৃতির দ্বারে
লাগাম ছিঁড়েছে বৃথা ভাবের উজান
কেন সখা গড়ে দিলে অলীক উদ্যান?
বাকী নেই আর কোনো গূঢ় সীমন্তিনী
ডুবন্ত এ উপচ্ছায়া তটস্থ কাহিনী
ঋষিকল্প উদাসীন আক্ষেপব্যথায়
আষাঢ়ে বিশ্বাস-জরা আজ ছুটি চায়।
No comments:
Post a Comment