চিহ্ন যদি !
|| শমীক চৌধুরী ||
কতগুলি চিহ্ন যা ভাষাকে করে সম্পূর্ণ।
কোনটা আঁকাবাকা, কোনটা সোজা, কোনটা বা হেলানো।
এদের অব্যবহারে বাক্য কি পেত সঠিক ভাব ?
প্রশ্ন , বিস্ময় , বৃহত্তর , ক্ষুদ্রতর , শোক-শংকা ,
আনন্দ -বিষাদ অপরিপূর্ণ হতো সবই।
গুহামানব বোঝেনি তা।
প্রস্তর লিপি দেয় নি সে মর্যাদা ।
মানুষ , ইতিহাস থেকে নেয় শিক্ষা ।
লজ্জাকর ইতিহাসের পুনরাবৃত্তি অধিকাংশের কাম্য নয়।
বাকিদের তা কাম্য অধিকাংশের জন্যে।
অধিকাংশ পাবে লজ্জা ফিরে এলে সেই ইতিহাস।
বাকিরা আনন্দ।
কতগুলি চিহ্ন যদি -
মানবতাবোধ আর অবোধতার মাঝে পাঁচিল হতে পারে -
No comments:
Post a Comment