শমীক চৌধুরী
পৃথিবী গেছে ঘুমিয়ে। আমি রাত জাগি।
আমার কাজ আলো দেখানোর
হাতল ভাঙ্গা কাস্তে আকারের আমি।
তারারাও আজ জেগে আছে সাথে
কাজ -বিশ্রাম নিয়মানুসারে।
মেঘের সঙ্গে কুয়াশা নিয়েছে ছুটি।
হওয়া কি আজ বদলালো দিক ?
চাপা আগুন জ্বলে ধিক ধিক
পোড়া গন্ধে ব্যতিক্রমের আঁচ।
নীচে তাকিয়ে ঘামছি যে আজ ।
হাতল ভাঙ্গা কাস্তে আকারের আমি।
No comments:
Post a Comment