Translate

Tuesday, April 7, 2015

খিলঞ্জিয়া - বহিরাগত

||শমীক চৌধুরী||

যারা কেড়ে ছিল অধিকার
তারা করেনি জয় |
উনিশ-একুশ নিয়ে তাই
তাদের এত ভয় |

বৃদ্ধ তরুণ লিখতে চায়
নতুন রামায়ন ,
প্রণব হবেন বাল্মিকি
মহাকাব্য-নাগরিকপঞ্জিকরণ |


ষোলোর কথা মাথায় রেখে
দিসপুর কষে অঙ্ক
খিলঞ্জিয়া - বহিরাগত
ভঙ্গ-বঙ্গে ভূমিকম্প |

একান্ন না একাত্তর তাই নিয়ে কাটে ছক
বিচ্ছিন্নতায় বিশ্বাসীরা হবেন বিচারক |
উদ্বেগে রেখে জনসংখ্যা; ঘাটছে নথি-পুঁথি
জমাখরচ হিসেব কষছে; ব্যস্ত নাজির , উজির-মন্ত্রী |
মুখ্যনায়ালয় হেকে বলে কাজ করছ ? না ছাই !
সত্ত্বর দাও উত্তর পুরো তালিকা আমার চাই |

তরুণ বৃদ্ধ ঘাবড়ে বলে
প্রণব আমার গবু |
ধুলো ঢাকতে জুতো এসেছিল
আমি যে তদের হবু |

No comments:

Post a Comment