Translate

Friday, July 15, 2016

।। প্রস্থানের দিকে ।।

।। জিতেশ ভট্টাচার্য ।।


সকল বন্ধন ছিঁড়েছে সন্তাপ, নিমগ্ন সান্নিধ্যে সুখ স্বস্তিবচন
অবিরাম দংশনে হীনবল পাপ, সত্যচক্ষুকর্ণময় বিবাদভঞ্জন


আহত বিস্ময় বিদ্রোহে গড়ায়, একত্রে বিবর্ণ সশোণিত স্বেদ
বৈরী গৃহকোণে জমাট প্রমাদ, দৈব ইচ্ছাক্রমে এই লক্ষ্যভেদ

গৃহযুদ্ধ এগোয় সন্তর্পণ পদে, অন্তর্জলী যাত্রাপথে সজ্জিত রথ
বঙ্কিম গতিময় স্ফূর্ত্ত বাহিনী, করুণ সুরে বাজে কোমল ধৈবত

অনন্ত জিজ্ঞাসা বুকে একটি প্রভাত জেগে ওঠে অভয় প্রতীকে
মরণকামড়েও রসাতলমোহে ঘুরে যায় পথরেখা প্রস্থানের দিকে।

No comments:

Post a Comment