II শমীক চৌধুরী II
তুমি ভুল বুঝলেই
নিশ্বাস ভারী হয়
শত চেষ্টায় ঘুচেছে
বোঝাবার আশ
দুর্মুখ মুখপোড়া
ছাইপাশ গিলছে
অসংলগ্ন কম্পিত পদক্ষেপ
নর্দমার কালোপানিতে
সজ্জিত অবয়ব
কপালে অঙ্কিত বলিরেখা
ব্যস্ত রোমন্থনে
রঙিন স্বপ্নে ছেড়েছি ঘর
রাতের আঁধারে -
অবৈধ্য বাসর
ফেলে যাবো কোথা
অকুলে মৃত যে আমি
তবু জীবন অবাধ
No comments:
Post a Comment