Translate

Friday, December 26, 2014

কার মনে যে কি আছে !!

||শমীক চৌধুরী ||


বাই ছিলাম  সুখী

মুখ ভরা ছিল  হাসি।

সেদিন হঠাৎ বলেছিলে

কার মনে যে কি আছে ?


কেনো তোমার এই মনে হওয়া

আবার বইছে উতল হাওয়া

মরছে মানুষ , পুড়ছে ঘর

জ্বলে ছারখার চরাচর ।।


কোনো এক গায়ের বধুর কথা -

থাকবে না পটে আঁকা। 

অপলক  শিশু টির চোখ ,

দেহ প্রাণহীন, স্তব্ধ সে বুক  ।।

আর কত করব যে শোক

সময় হাসে করে বাঁকা মুখ। 


রাজতন্ত্রের আজ ভীষণ অসুখ।

নাই জানা তার সঠিক ওষুধ ।।

বদলি হচ্ছেন কেবল বদ্যি মশাই -

সার উনাদের আসা যাওয়াই।

দাওয়াইয়ের বদলে কথার হাওয়াই ।।


 বলা কথাই বলে যায়।

 শোনা কথাই শুনে যাই। 

 যে করে হোক দখল চায়-

 হামলে পড়ে কুর্সী বাঁচায় ।।


 আমলারাও আজ আছেন বেশ

 জাহান্নমে যাক না দেশ।

 হাতির পিঠে ঘুরে বেড়ায়

 গন্ডার দেখে  সময় কাঁটায়।


 এদিন তো বেশি চলবে না 

ধীরে হলেও জাগছে জনতা।
সবাই জানে আমরা ঘুমোই
মুখ বুজে সব জুলুম সই।
তাই বলে কেউ ভুল করো না,
অন্যায়ের দিন হাতে গোনা।
একদিন ঠিক জাগবে জনতা।
হতে পারে না এই আশা বৃথা
এ যে আমাদের মনের কথা।

No comments:

Post a Comment