Translate

Tuesday, August 23, 2016

উদার প্রহারে

।। জিতেশ ভট্টাচার্য ।।
===========
শক্তের ভক্ত নরমের যম
জমে থাকা রক্তেতে চিনি কেন কম?
পেটে খেলে পিঠে সয় কেন বলে লোকে
লোকাচারে রস কেন বল শুষে জোঁকে?
‘জোক’ শুনে একাধারে ক্ষিদে কেন পায়
পায়ে পড়ে কেন এরা দোস্তি পাতায়?
পাতায় পাতায় কেন চলে ডাল ছেড়ে
‘ছেড়ে দে মা’ বলে তারা ডাকে কোথা গেলে?
গেলে ফ্যান ভাত খায় সচ্ছল জন
জননী হজম কেন আজাদীর পণ?
পণ নিয়ে বিয়ে করে সেয়ান শিকারী
কাঁড়ি কাঁড়ি টাকা গুণে তবুও ভিখারী!
দাবদাহে ভাব করে অহি ও নকুল
কুলকুল করে ঘামে রোদেতে বাতুল!
তুলতুলে শয্যায় স্বপ্নে বিভোর
ভোররাতে পা টিপে ঘর ছাড়ে চোর!
চুরচুর হয়ে ব্যাটা সুর যত সাধে
সাধে তাকে ডাকি বলে ‘বুর্বক, গাধে’!
ধেয়ানে ধেয়ানে দেখ হল কত বেলা
লাঠালাঠি আজ আর নয় কোনো খেলা!
খেলা ছেড়ে সবে চায় পাইকারি জঙ
ঝঙ্কার অস্ত্রের আধুনিক সঙ্‌
সংসারে বেঁচে থাকো সাদর আদরে
দরেদামে মিলে যাবে উদার প্রহরে।

No comments:

Post a Comment