Translate

Saturday, July 16, 2016

।। জীবতারা খসে ।।

।। জিতেশ ভট্টাচার্য ।।
=============
নিঃস্ব সময়; তবে গতিশীল বটে
আজন্ম কথাটি ঠিক এভাবেই রটে
কার্ণিশে সন্তর্পণ ঘরোয়া আন্দাজ
দেয়ালের শীর্ণ লতা, উঞ্ছ সমাজ
দশচক্রে রেখাজাল, জ্যান্ত কোলাজ


অশরীরী সর্বত্র ঘোরে বাধাহীন
ব্যর্থ প্রহরা; বৃথা উদ্যত সঙ্গীন
ডেকে আনে ঝড় অক্ষম আক্রোশে
দুঃস্থ জ্যোতিষীবাণী শুনি রসেবশে
নিশ্চিন্ত জীবতারা একে একে খসে।

No comments:

Post a Comment