Translate

Wednesday, May 13, 2015

ব্যতিক্রমী অপেক্ষা

||শমীক চৌধুরী ||

ব্যতিক্রমী কলসি ফুটো হলে
ছড়িয়ে পড়ে অন্যধারা চারপাশে |
ফুটপাতে জমাট বাধে চাপ চাপ।
নির্বাক ,বিমূঢ় প্রতক্ষদর্শী সব
সংবিত ফিরে পেলে করে রব ।


আরেক জীবন বিঘ্নিত হয়।
আর -
তার সাথে আরো অনেক জীবন।
ব্যতিক্রমী ধারা থেমে থাকে না ,
যা আজকের মত স্তব্ধ হলো; তার কোলাহল
ছড়িয়ে পড়ছে চারপাশে , দূরে দূরান্তে।
তরঙ্গ হয়ে ফিরে আসার অপেক্ষায় -

No comments:

Post a Comment