Translate

Friday, December 26, 2014

প্রলাপ -১

।।শমীক চৌধুরী ।।



আলোর ঝিকিমিকিটা অসহ্য
আঁধারে সয়ে গেছে চোখ
গাড় থেকে প্রগাড় হলে ভালো
অঘটন অবিশ্বাস্য কিছু হোক -

এখানে সব কিছু আপেক্ষিক
কাঠামো বিষয়ে অবাধ গবেষণা
প্রকৃতির অদ্ভুত সৃষ্টি এখন
মেরুদন্ডহীনতায় ধুকছে -

সেবার নামে ধর্মের আয়তন বৃদ্ধি
শান্তি পুরস্কারে কি দেশের সমৃদ্ধি ?
বিদেশিনীর বিগত যৌবন দর্শে
পৌরষহীন মন তবু কাপে হর্ষে ।




উপ বা অধিপতি নই
নিতান্ত ক্রীতদাস ।
নরদেহে গন্ডারের বাস
খড়গে তবু হত ভালো -
বেখেয়ালে কখনো বা দিত ছুয়ে
রোমাঞ্চিত ল্যাজের নাড়াছাড়ায়
আনুগত্য প্রকট !
পোষ্য সারমেয় অতি বিকট !!

No comments:

Post a Comment