Translate

Sunday, December 28, 2014

হাইকু (তিন লাইনের ছড়া)

।।শমীক চৌধুরী  ।।

(সবই সাম্প্রতিক ঘটনাবলির উপরে। নিজগুনে বুঝে নেবেন - ধন্যবাদ )
অন্ধতার জ্ঞানে
ভরা আঁখি তার
তাইতো খেঁপেছে ধর্মের ষাড় |
----------------
করা কি যায় পূর্বাভাষে পুরো বিশ্বাস ?
ঘোষণার খেলাপ তো
পূর্বাভাষের পুরনো অভ্যাস |
-------------------
কিলের গোসাই শুধু লয় হরি নাম |
দ্বারে দ্বারে ঘুরিয়া শোনায় সেই গান |
বিনিময়ে জনগণ তারে কিল দেয় দান |
-------------------
নিজ কুয়া দর্শে
মণ্ডূক গায় গান
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং
-------------------
এই ঘোষণা শ্রবণে, অজের হয় না প্রতিক্রিয়া
বাক্যবান যথারীতি ভাসিয়া গেল
তাহার শিরদেশ ও শিঙের উপর দিয়া
-------------------
'এ কে' র পেটে শুধু প্যাঁচ
সকালে হয় গন্ডগোল
তাই খায় ইসবগোল
-------------------
কেউ পুড়ে ছাই
কেউ চাঁপা কবরে
পৃষ্ঠাভরা তারই খবরে
-------------------
যদি ও সুশীল
রেগে গেলে ভাষা তার
অতিশয় অশ্লীল
-----------
গাছে মারে ঢিল
পাহারাদার আসে ছুটে
ঘটনা জটিল
---------
তরুন রাসভ চায় উচ্চ করি শির
আদিবাসী হত্যা দর্শে
মন্ত্রী রাসভগণ মুক ও বধির
---------


No comments:

Post a Comment