Translate

Friday, December 26, 2014

'সু' আর ' অপ'

।। শমীক চৌধুরী।।
নিষিদ্ধ দেখিবার তরে দর্শক আকুল
অর্থ সঞ্চয়ের প্রতি সমাজ অনুকুল
অর্থ ব্যয়ে দেখিতে হইতো
পুস্তক , বায়োস্কোপে
যত্র তত্র দেখা যাইবে
এই ভেবে হাসে

বসিলে যুগলে কোথাও
উদ্যানে বৃক্ষ তলে
সমাজ প্রহরী আসি
চোখ রাঙ্গাইয়া বলে
ঠিক নয় ঠিক নয়
এটা নয় ঠিক
তাহারো জানা নাই
কোনটা সঠিক

ব্যবহারে মূল্যবান 'সু' আর 'অপ'
বাত্স্যায়ানে দু চোখ ভরে খোঁজো শিল্প

No comments:

Post a Comment